মানসিক অবসাদে আত্মঘাতী এক কিশোরী। ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাধনপুর গ্রামে। সূত্রের খবর, মৃতার নাম তুলন সিংহ,বয়স (২২) বছর। রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিং হোমে সেবিকার কাজ করতেন ‘তুলন’ । প্রসঙ্গত,বিগত ছ’বছর সেখানে কাজ করলেও ছ’মাস থেকে কাজ বন্ধ ছিল তার।
উল্লেখ্য, রবিবার ভোর রাতে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় তুলন সিংহকে দেখতে পান পরিবারের সদস্যরা । তড়িঘড়ি খবর দেওয়া হয় করণদিঘি থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এরপর তুলনের দেহটি পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে ময়নাতদন্তের(POST MORTEM) জন্য। পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, প্রতিদিনের মত রাতের খাওয়াদাওয়া সেরে শনিবার রাতে ঘুমোতে গিয়েছিলেন ‘তুলন’। আজ,রবিবার সকালে ঘুম থেকে উঠে তারা দেখেন গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে তুলন। এই বিষয়ে কি বলছেন তুলনের দাদা শুনব-
কি কারনে আত্মঘাতী হল তরুণীটি তা খতিয়ে দেখছে করণদিঘি থানার পুলিশ। দেখা হচ্ছে তুলনের মোবাইল ফোনের কল ‘লিস্ট’-ও।তবে আর্থিক অনটনও তুলনের মৃত্যুর কারণ কিনা তাও ভাবাচ্ছে পুলিশকে।