বার বার দুষ্কৃতীদের বন্দুকবাজের হামলায় চিন্তিত মার্কিন মুলুক। রবিবার বিকেলে এমনই ঘটনার স্বাক্ষী থাকল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাতে একটি শপিং মলে বন্দুকবাজের কবলে পড়ে ওই শপিং মলে থাকা লোকজনেরা। মর্মান্তিক এই ঘটনায় তিন জ’নের মৃত্যু সহ গুরুতর অবস্থায় আহত হয় আরও তিন জ’ন।
সংবাদ সূত্রে খবর, রবিবার বিকেলে খোশমেজাজে আমেরিকার ইন্ডিয়ানাতে শপিং মলে সময় কাটাচ্ছিলেন অনেকে। সেই সময় আচমকাই নিরাপত্তারক্ষাবাহিনী এড়িয়ে এক দুষ্কৃতী মলের ভেতরে প্রবেশ করে দিকশূন্য – জ্ঞানশুন্য হয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে চারিদিকে। সঙ্গে সঙ্গে গুলি লেগে তিন’জনের মৃত্যু সহ আহত হয় অনেকেই। আহতদের মধ্যে তিন’জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। দুষ্কৃতীর বেশ কিছুক্ষণ যাবৎ গুলি চালানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা গুলি চালায় নিরাপত্তারক্ষীরাও। এরপর মৃত্যু হয় ওই দুষ্কৃতীর।
যেখানে সেখানে বারে বারে আততায়ীরা এলোপাথাড়ি গুলির আক্রমণে চিন্তিত আমেরিকাবাসী। আমেরিকার প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন আমেরিকার সাধারণ জনগণ। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে ঘটনা খতিয়ে দেখছেন তারা।
ব্যুরো নিউজ, ওয়াশিংটন ,আমেরিকা।