Bomb blast in Kabul, death tolls 20 : মসজিদে নামাজ পড়ার সময় বিস্ফোরণ, মৃত ২০

আরও পড়ুন

কাবুলে ফের বিস্ফোরণের আতঙ্ক। কাবুলের ঘন জনবসতিপূর্ন এলাকায় পর পর বিস্ফোরণের ঘটনা ঘটল। অনুমান, শিশু ও মহিলাদের হত্যা করাই দুষ্কৃতীদের একমাত্র উদ্দেশ্য ছিল। এমন ঘৃণ্য ষড়যন্ত্রে (Heinous spell) নিহত হয়েছেন মহিলা-সহ ২০ জন শিশু। এই হামলার দায় ইসলামিক স্টেট(Islamic state) স্বীকার করে নিয়েছে বলে খবর।

সূত্রের খবর, সর-ই-কারিজ এলাকার একটি মসজিদে নামাজ পড়ার সময় বিস্ফোরণটি ঘটে। কাবুলের ওই ঘটনাস্থলে সংখ্যালঘু জনগনের বাস। তার ফলেই ওই এলাকায় পর পর বিস্ফোরণ ঘটে। এবিষয়ে কাবুলে পুলিশ সুপার বলেন, বসতি এলাকায় একটি সবজি বোঝাই ভ্যান রাখা ছিল। অনুমান, ওই ভ্যানটিতেই বিস্ফোরক বোঝাই করে রেখেছিল সন্ত্রাসবাদীরা। তালিবান সরকারের এক আধিকারিকের কথায়, বিস্ফোরণে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে। সংখ্যা ৫০ ছাড়িয়ে যেতে পারে। গুরুতর জখম অবস্থায় ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। আহতের সংখ্যাও বাড়বে বলে জানিয়েছেন তিনি।

টাইমস ফোর্টিন ব্যুরো, কাবুল, আফগানিস্তান।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close