New Delhi : ভারতেরও ভদ্রতার সীমা আছে, চিনকে হুঁশিয়ারি জয় শঙ্করের

আরও পড়ুন

চিনকে ভারতের হয়ে হুঁশিয়ারি দিলেন জয়শঙ্কর। “ভারতের ভদ্রতারও একটা সীমা আছে” বলে মন্তব্য করেন তিনি। গত দু’বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের পর চিনাবাহিনী তাদের আগের অবস্থায় ফেরত যায়নি। সেই পরিস্থিতি স্বাভাবিক না হলে ভারত-চিন সম্পর্ক ঠিক হবে না। তাদের মধ্যে শান্তি বজায় রাখতে প্রায় ১৬ বার বৈঠক করে এই দুই দেশ।

ভারত চিরকালই শান্তির পক্ষে কাজ করে। তবে চিনকে শক্তি দেখানোর মতো ক্ষমতা রয়েছে এই দেশের। পূর্ব লাদাখ এবং ভারত-চিন সীমান্তে দ্রুত সমস্যার সমাধান করা হোক। চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করে জানিয়েছিলেন মন্ত্রী এস জয়শংকর। ভারত-চিন সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, সংবেদনশীলতা, পারস্পরিক স্বার্থ এই তিনটি বিষয়ের ওপর নির্ভর করে গড়ে উঠেছে বলে মনে করে ভারত।

চিনের কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়। সেই কথার উত্তরে বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেন, সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে, তবেই ভারত-চিনের শান্তি আসবে। এরপর তিনি ভারতে শান্তি বজায় রাখার জন্য চিনের বিরুদ্ধে হুমকি দেন। ভারতের পক্ষ থেকে ভারত সীমান্তে শান্তি, সুস্থিতি পরিস্থিতি বজিয়ে রাখার জন্য চিনকে বারংবার বলে হচ্ছে। নাহলে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে।

বিগত ২০২০ সালের জুনে চিন ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পরে চিনের তরফে নিয়ন্ত্রণ রেখার সামরিক কার্যকলাপ বেড়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এরপরেও যে চিনের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক মধুর থাকবে তা আর বলা চলে না। প্রশ্ন উঠেছে, ভারতবর্ষ চিরকালই শান্তির পক্ষে থাকায় চিন কি তবে এই দেশকে দুর্বল ভেবে বসেছে? কিন্তু চিনের বিরুদ্ধে প্রয়োজনে কড়াও হতে পারে ভারত। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক না হলে জয় শঙ্কর জানিয়েছেন- বর্তমানে দুই দেশের পরিস্থিতি যেমন তাতে সম্পর্ক স্বাভাবিক হওয়া কষ্টসাধ্য।

জয় শঙ্করের পক্ষ থেকে চিনের বিরুদ্ধে হুঁশিয়ারিতে সতর্কবার্তার ছাপ স্পষ্ট। ভারত কোনওভাবেই চিনের থেকে পিছিয়ে থাকতে পারেনা, তা আর একবার বুঝিয়েদিলেন তিনি। সীমান্তের অবস্থা পারস্পরিক সম্পর্কের গতি নির্ধারণ করে। চিনের সঙ্গে ভারতের চুক্তি ছিল সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রন রেখার সামরিক বাহিনী বা অস্ত্র সমাবেশ করা হবে না। কিন্তু তারা চুক্তি লঙ্ঘন করে। বর্তমানে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো নয়, এটাই স্পষ্ট।

ফোর্টিন ওয়েব ডেস্ক।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close