প্রথম বার কোভিড কেস উত্তর কোরিয়ায়

আরও পড়ুন

গত দু বছর ধরে কোভিডের ভয়াবহতার রূপ দেখেছে বিভিন্ন দেশ। এ বছরও যখন অন্যান্য দেশে করোনার দাপট কমেছে, তখন চিন সহ আরও অন্যান্য দেশে এখনও করোনার প্রকোপ জারি রয়েছে। এই অবস্থাতে প্রথম বার কোভিড সংক্রমণ ধরা পড়ল উত্তর কোরিয়ায়। এরপরেই সে দেশের সুপ্রিম লিডার কিম জন উং দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছেন। গুরুতর জরুরি অবস্থার উল্লেখ করে কড়া বিধি নিষেধ আরোপ করলেন তিনি।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত একবারও করোনার খবর ঘোষণা করেনি উত্তর কোরিয়া। তার পেছনে অবশ্য কারণও রয়েছে। উত্তর কোরিয়াতে এমনিতেই অন্য দেশের মানুষ কম যাতায়াত করে। কোভিড পরিস্থিতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সীমান্ত এলাকায় কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। খবর সূত্রে জানা গিয়েছে, পিয়ংইয়ং-এ জ্বরে আক্রান্ত কয়েকজন রোগীর নমুনা পরীক্ষা করা হয়। তারপরেই দেশটিতে কোভিড সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে। 

জানা গিয়েছে, কোভিডের নমুনা পরীক্ষায় ওমিক্রন BA.2 ভ্যারিয়েন্টটি মিলেছে। তবে, দেশটিতে মোট কতজন আক্রান্ত হয়েছেন, সেই পরিসংখ্যান এখনও প্রকাশ করেনি উত্তর কোরিয়া। এই পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে বৈঠক করেন উত্তর কোরিয়ার শাসক কিম জন উং। ওই বৈঠকে করোনা ভাইরাস রুখতে ব্যাপক কড়াকড়ি বিধিনিষেধ প্রয়োগের বার্তা দেওয়া হয়েছে।

অন্যদিকে, চিনে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে৷ চিনের সাংহাইয়ে কোভিড সংক্রমণ রীতিমতো চিন্তা বাড়াচ্ছে। সংক্রমণ না নিয়ন্ত্রণে আসায় বিধিনিষেধ আরও জোরদার করা হচ্ছে৷ বিভিন্ন জেলাগুলিতে এই নিয়ে নোটিশ জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, বিনা কারণে অথবা জরুরি কোনও কারণ ছাড়া বাড়ির বাইরে বেরোনো যাবে না। এদিকে, বেজিং শহরেও ব্যাপক বিধিনিষেধ  জারি করা হয়েছে। 

প্রসঙ্গত, উত্তর কোরিয়া এমন কয়েকটি দেশ দ্বারা বেষ্টিত, যেখানে কোভিডের বিরুদ্ধে কার্যত যুদ্ধ হয়েছে এবং এখনও তারা কোভিড নিয়ন্ত্রণের জন্য লড়াই চালাচ্ছে। বিশেষ করে, দেশগুলিতে এর আগে ওমিক্রনের প্রাদুর্ভাব ছিল। তা সত্ত্বেও টীকাকরণ না করা যে বেশ ঝুঁকিপূর্ণ, তা বলাই বাহুল্য। 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close