কোয়াড সম্মেলনে যোগ দিতে দুদিনের জন্য জাপান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালে টোকিওতে নেমেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে কোয়াড সামিটে যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী। তাঁর সময় সূচি অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার নব নির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্র মোদী, খবর সূত্রে এমনটাই জানা গিয়েছে।
সম্প্রতিই অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে যোগদান করেছেন অ্যান্থনি আলবানিজ। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শপথ গ্রহণের পরের দিনই অনুষ্ঠিত হতে চলেছে কোয়াড শীর্ষ সম্মেলন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর জন্য এটাই প্রথম কোয়াড সামিট হবে। জানা গিয়েছে, এবারের কোয়াড সম্মেলনে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। ইন্দো-প্যাসিফিক দেশগুলির জলবায়ু পর্যবেক্ষণ, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি ডি-কার্বোনাইজড গ্রিন শিপিং নেটওয়ার্ক তৈরি করার ব্যাপারেও আলোচনা করা হতে পারে এবারের কোয়াড সম্মেলনে।
উল্লেখ্য, সোমবার সকালে টোকিওতে প্রধানমন্ত্রীর বিমান পৌঁছানোর সঙ্গে সঙ্গেই উচ্ছ্বসিত হয়ে পড়েন সেদেশের ভারতীয়রা। ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে থাকেন তাঁরা, কারও কারও হাতে আবার প্ল্যাকার্ড। সব মিলিয়ে বেশ ধুমধাম ব্যাপার এই দ্বীপরাষ্ট্রটিতে। এদিন জাপানে নেমেই প্রধানমন্ত্রী জাপানি ভাষায় একটি ট্যুইট করে লেখেন, “টোকিওতে অবতরণ করেছি কিছুক্ষণ আগেই। এই সফরে কোয়াড সামিট, সহকর্মী কোয়াড নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেব আমি।”
জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ ২৪ মে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সরকারি বাসভবনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে জাপানের প্রধানমন্ত্রীর আয়োজনে কোয়াড লাঞ্চে যোগ দেবেন তিনি। সূত্রের খবর, জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার-এর সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠক করবেন জাপান-ভারত অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের সঙ্গে। সমস্ত বৈঠক শেষে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।
এবারের কোয়াড সামিটে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে সাপ্লাই-চেন স্থিতিশীল করা, পরিচ্ছন্ন শক্তি, অবকাঠামো এবং ডিজিটাল বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপারিটি গঠন করা হচ্ছে বলে জানা গিয়েছে। এদিকে, কোয়াড শীর্ষ সম্মেলন শুরুর আগে চিন বলেছে যে মার্কিন নেতৃত্বাধীন ইন্দো-প্যাসিফিক এই জোট আদতে আঞ্চলিক বিভাজন সৃষ্টি এবং সংঘাতকে নতুন করে উস্কে দেওয়ার একটি চক্রান্ত।
এদিন টোকিওতে অবতরণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোটেলের বাইরে থাকা কয়েকজন শিশুর সঙ্গে কথা বলেন। সেদেশের ভারতীয় শিশুদের সঙ্গে জাপানের একাধিক স্কুলের বাচ্চারা এসেছে প্রধানমন্ত্রীর কাছে অটোগ্রাফ নিতে। প্রধানমন্ত্রীকে তাদের দেশে স্বাগত জানানোর জন্য একজন শিশু ভারতের জাতীয় পতাকা এঁকে উপহার দিয়েছে তাঁকে। সেদেশের বাচ্চাদের মুখে হিন্দি কথা শুনে অবাক হয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।