চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার পেলেন সুইডেনের সান্তে প্যাবো

আরও পড়ুন

এবার চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার পেলেন সুইডেনের সান্তে প্যাবো। ২০২২ সালের প্রথম নোবেলজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। মানবজাতির বিবর্তনে জিনোমের ভূমিকা নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবেই নোবেল পেয়েছেন সান্তে প্যাবো।

মানবজাতির বিবর্তন নিয়ে লাগাতার গবেষণা করে আসা প্যাবোর তত্ত্বের নাম দেওয়া হয়েছে প্যালেওজিনোমিক্স। মানবজাতির পূর্ব প্রজাতির মাধ্যমে বর্তমান সমাজ কীভাবে উপকৃত হবে, তার এই তত্ত্বের ভিত্তিতে তার দিকনির্দেশ করেছেন প্যাবো। তবে কোভিড পরবর্তী সময়ে আশা ছিল করোনা নিয়ে গবেষণা করা গবেষক-চিকিৎসা বিজ্ঞানীরা এবারন নোবেলের স্বীকৃতি পেতে পারেন। কিন্তু বাস্তবে তা হয়নি।

ফোর্টিন ওয়েবডেস্ক।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close