জগৎখ্যাত রক ব্যান্ড নীরবতা শেষ করলো ৩০ বছর পর

৩০ বছর ধরে নীরব ছিল এই গানের দল ইউক্রেনের যুদ্ধ এই নীরবতা ভেঙে দিয়েছে।

আরও পড়ুন

৩০ বছর পর হঠাৎ জ্যান্ত হয়েছে ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েড এমনটাই জানা গেলো সংবাদ মাধ্যমে। এক এক করে ৩০ বছর নীরবতা পালন করেছে এই গানের দল । ইউক্রেন রাশিয়ার এই ভয়ঙ্কর যুদ্ধ অবশেষে মৃত পিঙ্ক ফ্লয়েড রক ব্যান্ড টি কে জাগ্রত করতে পেরেছে।

“হেই হেই রাইজ আপ” গানটিতে কণ্ঠস্বর দেন কালজয়ী সংগীত শিল্পী ডেভিড গিলমোর ও নিক মাসন এবং সহশিল্পী আছেন যুদ্ধে আহত ইউক্রেনীয় শিল্পী আন্দ্রি খিলবনিউক । গানের মধ্য দিয়ে ইউক্রেনের জনগণের জন্য অর্থ সংগ্রহ করাই ছিল মূল লক্ষ্য।

সংবাদ মাধ্যম আলজাজিরা র তথ্য স্বরূপ জানা যায় যে কিয়েভের সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের সামনে দাঁড়িয়ে আন্দ্রি খিলনাউকের গাওয়া প্রথম বিশ্বযুদ্ধের এক প্রতিবাদী গানের ভিডিও সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এবং গিলমোর জনগণকে এটাও বলেন যে ” আমি এই গানটির প্রতি আকৃষ্ট হয়েই যুক্ত হতে বাধ্য হয়েছি “।

গিলমোরে যুক্তরাষ্ট্র সফর করতে গিয়েছিলেন কিন্তু দেশের এমন পরিস্তিতির কথা শুনে ২৪ শে ফেব্রুয়ারি ইউক্রেন রাশিয়া হামলার কারণে তিনি দেশে ফিরে আসতে বাধ্য হন এবং তৎক্ষণাৎ এসে সেনা বাহিনীতে যোগ দেন। গানটি লেখার সময় গিলমোর সর্পনেলের আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং শুধু তাই নয় তিনি হাসপাতাল থেকে টেলিফোনে গানের একটি অংশ তাকে শুনিয়েছিলেন। তিনি খুশি হয়েছিলেন এবং বলেন যে ভবিষ্যতে আমরা ২ জন মিলে আরো কাজ করবো আশা রাখছি ।

জগৎ খ্যাত এই সংগীত শিল্পী ও গিটারিস্ট গিলমোর যে খাঁটি ইউক্রেনীয় সেটা বলাবাহুল্য।তাঁর মেয়ে জামাই নাতিনাতনি সবাই ইউক্রেনবাসী। তাই তাঁরা সবাই ইউক্রেনের সমর্থনেই কথা বলবে ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close